• শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের ন্যাশনাল ব্যাংকে লেনদেন বন্ধ, ভোগান্তিতে গ্রাহক হোসেনপুরে বসত ঘরে ঝুলছিল কিশোরীর মরদেহ মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশি নিহত হোসেনপুর পৌরসভায় মাষ্টার প্ল্যান প্রণয়নের লক্ষে মতবিনিময় কর্মশালা অপরাধ করিনি দুর্নীতি করিনি আমাকে দেশ ছাড়তে হয়েছে …….. ড. ওসমান ফারুক ভৈরবে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৪ কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুল ছাত্রকে মারধোর প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন বাজিতপুরে সেনা সদস্যের পরিবারের উপর হামলা, বাড়ি ঘরে লুটপাট, আহত ৮ ২ সপ্তাহ যাবত প্রেমিকের বাড়িতে পড়ে আছে প্রেমিকা, মেয়ের অধিকার পেতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন বাবা-মা ক্ষুদ্র ঋণের সুদের হার কমতে পারে ……… এমআরএ

ভৈরবে পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদকসহ দুইজন আটক

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে শীর্ষ নেতাদের বাড়িতে চলছে যৌথবাহিনীর অভিযান। পৌর যুবলীগ নেতা মাসুম মিয়াকে আটক করেছে যৌথবাহিনী। আজ ৫ অক্টোবর শনিবার রাত ৩টায় শহরের তাঁতারকান্দি এলাকা থেকে মাসুম মিয়াকে, আর দুপুরে মো. রাফি মিয়াকে আটক করা হয়েছে। এতথ্য নিশ্চিত করেছে ভৈরব র‌্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ। আটককৃত নেতা মাসুম মিয়া পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক। তিনি তাঁতারকান্দি এলাকার মতি মিয়ার ছেলে। অপর আসামি পৌর শহরের ভৈরবপুর এলাকার ফজলু মিয়ার ছেলে মো. রাফি মিয়া। সে আওয়ামী লীগের একজন সক্রীয় কর্মী।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পর ভৈরব ছেড়ে পালিয়ে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এদিকে বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ভৈরব থানায় ২টি ও কিশোরগঞ্জ আদালতে ১টিসহ মোট তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে শীর্ষ নেতাদের ভৈরবে দেখা যায়নি।
২৭ আগস্ট মঙ্গলবার সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ৯৩ জনের নাম উল্লেখ করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকার মৃত মতি মিয়ার ছেলে রুবেল মিয়া। তিনি ভৈরব বিএনপির একজন সক্রিয় কর্মী।
অপরটি ২৮ আগস্ট সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ১৪০ জনের নাম উল্লেখ করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন ভৈরব পৌর শহরের কমলপুর সরকার বাড়ি এলাকার হাজী আরব মিয়ার ছেলে আলম সরকার। তিনি কমলপুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
১ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা বিঘ্নকারী আপরাধ (দ্রুত বিচার) ট্রাইব্যুনালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বর আহত ট্রাক চালক মামুন মিয়া। ওই মামলায় সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ১১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।
এদিকে ৪ ও ৫ অক্টোবর ভৈরবের শীর্ষ নেতাদের বাড়িতে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বর আহত মামুন মিয়ার মামলায় পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদক মাসুম মিয়া ও আওয়ামী লীগ নেতা রাফিকে আটক করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে চেষ্টা করলে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতাদের মোবাইল ফোন দিলে নাম্বারগুলো বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, মাসুম মিয়া ও রাফি কিশোরগঞ্জ আদালতে করা মামলার আসামি। তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। মাসুম মিয়া ও রাফিকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *