# নিজস্ব প্রতিবেদক :-
পাকুন্দিয়ার সাবেক মেয়র নজরুল ইসলাম আকন্দ ও পৌর সচিব সৈয়দ শফিকুর রহমানের নামে এক ব্যবসায়ী কিশোরগঞ্জ দুর্নীতি দমন কমিশনে ১ অক্টোবর মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে অযৌক্তিক বাড়তি হোল্ডিং ট্যাক্স চাপিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন পাকুন্দিয়া পৌর এলাকার ব্যবসায়ী মো. নাসির উদ্দিন।
নাসির উদ্দিন তাঁর অভিযোগে বলেছেন, পাকুন্দিয়া কলেজ রোডে তাঁর ভাড়া দেওয়া ‘রিয়াদ ফুডস’ নামে একটি বেকারী দোকান রয়েছে। এই প্রতিষ্ঠানের জন্য প্রতি বছর ১৯২ টাকা হারে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি হোল্ডিং ট্যাক্স দিয়েছেন। কিন্তু হঠাৎ করেই ২০১৭-১৮ অর্থবছর থেকে কর ধার্য করা হয় ৭১৮ টাকা। তিন অর্থবছরে ব্যবসায়ী নাসির উদ্দিন দুই হাজার ১০০ টাকা পরিশোধ করেছেন। পরবর্তীতে প্রতি অর্থবছরে ৪৬ হাজার ২০০ টাকা করে ২০২০-২০২৩ সাল পর্যন্ত তিন অর্থবছরে এক লাখ ২১ হাজার ৫৯৫ টাকা কর ধার্য করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানটির হোল্ডিং নম্বর ছিল ২৩২। একই বছর হোল্ডিং নম্বর পরিবর্তন করে ২৩২/১ হোল্ডিং নম্বর দেখিয়ে আবার দুই লাখ ৩৭ হাজার ৪৫৮ টাকা করের বিল পাঠানো হয়।
এছাড়া ৩৭৩ নম্বর হোল্ডিংয়ে অভিযোগকারীর নিজের অপর একটি দোকান রয়েছে। এর মাসিক ভাড়া তিন হাজার টাকার বেশি নয়। ২০১৭-২০২৩ সাল পর্যন্ত ৬ অর্থবছরে এই দোকানের হোল্ডিং ট্যাক্স ৫০০ টাকা হারে তিন হাজার টাকার বেশি হওয়ার কথা নয় বলে অভিযোগে বলেছেন। কিন্তু কর ধার্য করা হয়েছে এক লাখ ২০ হাজার ৬৯৮ টাকা। পাকুন্দিয়া বাজার থেকে আধা কিলোমিটার দূরে ৪৮৬ নম্বর হোলিংয়ে নাসির উদ্দিনের নিজের অপর একটি দোকান আছে। গতবছর ফেব্রুয়ারি মাসে সেটি উদ্বোধন হয়েছে। এর ভাড়া চার হাজার টাকার বেশি নয়। গতবছর হোল্ডিং ট্যাক্স দেওয়ার সময় না হওয়া সত্বেও কর ধার্য করা হয়েছে ২০ হাজার ৭৩৮ টাকা। একটি তৃতীয় শ্রেণির পৌরসভায় এরকম উচ্চ হারে কর ধার্য করার অধিকার নেই বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তিনি অভিযোগে উল্লেখ করেছেন, সাবেক মেয়র এবং সচিব মিলে উচ্চ হারে কর আদায় করে ব্যক্তিগতভাবে আত্মসাত করেছেন। উভয়েরই বিপুল পরিমাণ সম্পদ হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেছেন।
সাবেক মেয়র নজরুল ইসলাম আকন্দ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় পলাতক আছেন। ফলে তাঁর মোবাইল বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে পৌর সচিব শফিকুর রহমান বলেছেন, কর ধার্য করার দায়িত্ব আমার নয়, অন্য এক কর্মকর্তার ওপর। ফলে আমার বিরুদ্ধে অভিযোগের কোন যৌক্তিকতা নেই। এছাড়া নাসির উদ্দিনের স্থাপনার উন্নয়ন হয়েছে। যে কারণে যুক্তসঙ্গতভাবেই কর বৃদ্ধি পেয়েছে। আর নাসির উদ্দিন দীর্ঘদিন কর পরিশোধ না করায় তাঁকে তাগিদপত্র দেওয়া হয়েছে, গতবছর তাঁর ওপর ক্রোকি পরোয়ানা জারি হয়েছে। সেই ক্ষোভ থেকেই তিনি দুদকে অভিযোগ করেছেন বলে সচিব শফিকুর রহমান মন্তব্য করেন। তবে অভিযোগকারী নাসির উদ্দিন বলেন, তাঁর স্থাপনার কোন পরিবর্তন হয়নি। সম্পূর্ণ অসত উদ্দেশ্যে অযৌক্তিক কর আরোপ করা হয়েছে। অযৌক্তি কর আরোপ করায় নাসির উদ্দিন পৌর কর্তৃপক্ষের নামে উকিল নোটিশও পাঠিয়েছিলেন। সেই প্রতিহিংসা থেকেই ক্রোকি পরোয়ানা জারি করা হয়েছিল বলে তিনি মনে করেন। তবে উকিল নোটিশের সাথে ক্রোকি পরোয়ানার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন সচিব শফিকুর রহমান।
কিশোরগঞ্জ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর সামী জানিয়েছেন, অভিযোগটি দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন আসলে তদন্ত করা হবে।