• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতার লিজ নেয়া জলমহাল বিএনপি নেতার দখলের অভিযোগ ভৈরবে যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক হোসেনপুরে যুবলীগ নেতা বাচ্চু গ্রেপ্তার ভৈরবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনার মূল্য বৃদ্ধিতে বিক্রি হ্রাস আশঙ্কাজনক বিক্রি বেড়েছে বিকল্পের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদকসহ দুইজন আটক নির্বাচনী রোডম্যাপের দাবিতে কিশোরগঞ্জে সিপিবির মিছিল

সংখ্যালঘুর জলমহাল দখলে আওয়ামী লীগ-বিএনপি এক

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন রামচাণ দাশ -পূর্বকণ্ঠ

সংখ্যালঘুর জলমহাল দখলে
আওয়ামী লীগ-বিএনপি এক

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের অষ্টগ্রামে একটি হিন্দু মৎস্যজীবী পরিবারের জলমহাল আওয়ামী লীগ আর বিএনপি নেতারা যৌথভাবে দখল করে নেওয়ার পায়তাঁরা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরা হলেন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাক আহমেদ কমল ও পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। মৎস্যজীবী পরিবারটি ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে অভিযোগ তুলে ধরে।
অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়নের মৎস্যজীবী রামচরণ দাশ ও তাঁর স্ত্রী অনিতা রাণী দাশ সংবাদ সম্মেলনে জানান, ভাটিনগর মৎস্যজীবী সমবায় সমিতির ‘১নং চরদেওঘর ফিসারি’ নামে এই জলমহালটি অনিতা রাণী দাশের নামে জেলা প্রশাসক কার্যালয় থেকে গত ২৪ জুন এক বছরের জন্য ইজারা দিয়েছে। ৬৭৬ একর ১৮ শতাংশ আয়তনের জলমহালটির ইজারা মূল্য ৭৩ লাখ ২৫ হাজার ৪৪১ টাকা।
কিন্তু অষ্টগ্রামের আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ কমল আরও কয়েকজনকে নিয়ে সম্প্রতি রামচরণ দাশ ও অনিতা রাণী দাশকে পররোধ করে জোরপূর্বক ব্যাংকের ৬টি খালি চেকে জোরপূর্বক স্বাক্ষর নেন। দুটি সাদা স্ট্যাম্পেও স্বামী-স্ত্রীর স্বাক্ষর নেন। এরপরই মোস্তাক আহমেদ কমল জানিয়ে দেন, জলমহালটি তিনি লিখে নিবেন। ফিসারিতে যেন পরিবারটি না যায়, এই বলে মৎস্যজীবী স্বামী-স্ত্রীকে হুমকি দেন।
গত ২৮ সেপ্টেম্বর রামচরণ ও অনিতা রাণী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে নালিশ দিলেও কোন ফল পাননি। ফেরার পথে তাদেরকে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ কমল ও বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে ১৫-১৬ জন ব্যক্তি নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নীচতলায় হামলা করেন। তারা রামচরণকে কিলঘুষি মারতে মারতে উপজেলা নির্বাহী অফিসারের অফিসের ভেতর নিয়ে যান। সেখানে নিয়ে স্বামী-স্ত্রীকে হুমকি দিয়ে বলেন, জলমহাল ওদেরকে না দিলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হবে। এসময় উপজেলা নির্বাহী অফিসার আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের পক্ষ নেন বলেও লিখিত বক্তব্যে জানানো হয়। ২৯ সেপ্টেম্বর অষ্টগ্রাম থানায় লিখিত অভিযোগ দিলেও কোন সহায়তা পাচ্ছেন না। পরিবারটি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে রামচরণ দাশের শিশুকন্যা অরঞ্জিতা রাণী দাস সোনিয়াও উপস্থিত ছিল।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমেদ কমল হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি কোন পদে না থাকলেও আওয়ামী লীগ করি’। জলমহালটি ৫ বছরের জন্য ইজারা হওয়ার নিয়ম। কিন্তু এ নিয়ে মামলা হওয়ায় তিনি দুইবার মামলা পেয়েছেন এবং সরকারের কোষাগারে দুই দফায় ৫৬ লাখ ও ১৬ লাখ টাকা জমাও দিয়েছিলেন। পরবর্তীতে রামচরণ মামলা করে জলমহালের ইজার পান। ফলে সরকারের কোষাগারে যে ৭২ লাখ টাকা টাকা মোস্তাক আহমেদ কমল জমা করেছেন, সেটি রামচরণ ফেরত দিলে অথবা সরকার ফেরত দিলে জলমহালের ওপর মোস্তাক আহমেদ কমলের কোন দাবি নেই বলে জানিয়েছেন। বাজিতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরও রামচরণ ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, রামচরণের জলমহাল তাদেরই আছে। মোস্তাক আহমেদ কমলের টাকাটা দিয়ে দিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।
এ ব্যাপারে অষ্টগ্রাম থানার দায়িত্বপ্রাপ্ত ওসি মোশারফ হোসেন বলেন, তিনি নতুন দায়িত্ব নিয়েছেন। তবে বিষয়টি তিনি জানেন। এ ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে রামচরণের ওপর হামলার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোছা. দিলশাদ জাহান অস্বীকার করে বলেন, তাদের জলমহাল অন্য কারও নেওয়ার সুযোগ নেই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *