• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতার লিজ নেয়া জলমহাল বিএনপি নেতার দখলের অভিযোগ ভৈরবে যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক হোসেনপুরে যুবলীগ নেতা বাচ্চু গ্রেপ্তার ভৈরবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনার মূল্য বৃদ্ধিতে বিক্রি হ্রাস আশঙ্কাজনক বিক্রি বেড়েছে বিকল্পের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদকসহ দুইজন আটক নির্বাচনী রোডম্যাপের দাবিতে কিশোরগঞ্জে সিপিবির মিছিল

কুলিয়ারচর থানার ওসি সারোয়ার জাহান এর বিদায় সংবর্ধনা

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান এর বিদার সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ-জোহরার সভাপতিত্বে ওসি মো. সারোয়ার জাহান এর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, সহকারী প্রকৌশলী মামুন মিয়া প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহানের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার তুলে দিয়ে তাকে সম্মানিত করা হয়।
জানা য়ায়, তিনি সরকারি আদেশে ঢাকা এপিবিআই দপ্তরে বদলী হয়েছেন।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী দেশে বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি)দের সরকারি আদেশে বদলীর অংশ হিসেবে ১৩ ডিসেম্বর বুধবার তিনি কুলিয়ারচর থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে দায়িত্বভার বুঝে নেন।
এর আগে তিনি গত বছরের ৪ মে নিকলী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করে দীর্ঘ সাত মাস আন্তরিকতা ও দক্ষতার সাথে সেখানে দায়িত্ব পালন করেছেন।
তখন মামলা তদন্তে দক্ষতার জন্য তিনি দুইবার জেলা পুলিশ থেকে পুরস্কৃত হওয়া ছাড়াও আইজিপি কর্তৃক সাফল্যের স্বীকৃতি পুরস্কার লাভ করেন।
এর আগে ২০২০ সালের ৩ অক্টোবর থেকে দীর্ঘ আড়াই বছর পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন মো. সারোয়ার জাহান।
ওই সময়ে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ঘুষ ও দালালমুক্ত থানা প্রতিষ্ঠার জন্য নিবেদিত থেকে মাদক, সন্ত্রাস, জুয়া, গরু চুরি ও মোটরসাইকেল চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
এর ফলশ্রুতিতে তিনি ৫ বার কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।
এছাড়া একের পর এক চাঞ্চল্যকর মামলার তদন্তে দক্ষতা ও আসামি গ্রেপ্তারে কৌশলতার পরিচয় দিয়ে মো. সারোয়ার জাহান একজন আলোচিত পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি ক্লুলেস হত্যাসহ অনেক ক্লুলেস মামলার রহস্য উদঘাটন করেছেন।
মো. সারোয়ার জাহান এর আগে বাজিতপুর ও পাকুন্দিয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। তখন তিনি ১১ বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত ও পুরস্কৃত হন।
এছাড়া তিনি তিনবার ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত হয়েছেন।
কুলিয়ারচরে সাড়ে ৯ মাস চাকুরি করার সুবাদে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কার লাভ করেন।
তিনি সৎ ও নিষ্ঠার সহিত কুলিয়ারচর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রাখেন।
প্রসঙ্গত, কুলিয়ারচর থানার ওসি মো. সারোয়ার জাহান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার সন্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *