• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতার লিজ নেয়া জলমহাল বিএনপি নেতার দখলের অভিযোগ ভৈরবে যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক হোসেনপুরে যুবলীগ নেতা বাচ্চু গ্রেপ্তার ভৈরবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনার মূল্য বৃদ্ধিতে বিক্রি হ্রাস আশঙ্কাজনক বিক্রি বেড়েছে বিকল্পের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদকসহ দুইজন আটক নির্বাচনী রোডম্যাপের দাবিতে কিশোরগঞ্জে সিপিবির মিছিল

ভৈরবে জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

# ইশতিয়াক আহমেদ শৈভিক :-
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে পালিত হয়েছে জাতীয় কন্যা ও শিশু দিবস।
আজ ৩০ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় দিনটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভৈরব পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী সৈয়দ ইফরাহা আভা’র সঞ্চালনায় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসমিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ইশতিয়াক আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদ রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খান মোহাম্মদ সাইফুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রিফাত জাহান ত্রপা, উপজেলা সমবায় কর্মকর্তা রুবাইয়া বেগম।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, আজকের এই দিবস প্রতি পালনের মাধ্যমে ভৈরব উপজেলা থেকে যেন কন্যা শিশুদের কে চিকিৎসা নিশ্চিত করা হয়, শিক্ষা সুনিশ্চিত করা হয় এবং তাদের বাল্যবিবাহ নিরোধের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা খান মোহাম্মদ সাইফুল হক বলেন, কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ। এই স্বপ্নটা, স্বপ্নটা কোথায়? আমরা যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার এর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে তাহলে যুগের সাথে তাল মিলানো হবে না, আমরা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার এর মধ্যে সীমাবদ্ধ আছি এর বাহিরেও আমাদের স্বপ্নটা আরও বিস্তৃত হওয়া উচিত বলে আমি মনে করি।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাসুদ রেজা। তিনি বলেন, বাবার প্রতি যে কন্যাদের ভালোবাসা আসলে কন্যা শিশুদের বেলায় এটা সম্ভব হয় প্রত্যেক কন্যা শিশুর বাবা-মার প্রতি আমার আবেদন থাকবে যে কন্যা শিশুর জন্যই যেন আমরা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দেই জাতির অগ্রভাগে যেন তারা বিশেষ ভূমিকা রাখতে পারে।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, আজকের কন্যা শিশু দিবসের সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা চাই কন্যা শিশুদের আরও বেশি শ্রী বৃদ্ধি হোক, ভালোভাবে বেড়ে উঠুক। সবাই মিলে কিন্তু একটি ভালো পরিবার, ভালো সমাজ এবং একটি ভাল রাষ্ট্র গঠন করা সম্ভব। আমরা যদি সকল শিশুরই জাতীয় উৎপাদন উন্নয়নে অংশগ্রহণ করতে পাড়ি তাহলে আমাদের জন্য সার্থকতা পাওয়া যাবে এবং আমাদের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ সাধিত হবে।
আলোচনা সভা শেষে সমবেত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে একক আবৃত্তি পরিবেশন করেন ভৈরব পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী ইফরাহা আভা, ইকরা, শিমুলকান্দি ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী দোয়া, মনিকা, কালিকাপ্রসাদ ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী ওয়াকিয়া, জেবা। শিবপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী মারুফা, নীলা। গজারিয়া ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী সাদিয়া ও অহনা।
পরবর্তীতে একক সংগীত পরিবেশন করে ভৈরব পৌরসভা কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী অস্মিতা আচার্য দুর্গ, সৃজন আচার্য, শ্রুতি আচার্য, অদ্বিতীয়া সূত্রধর, কালিকাপ্রসাদ ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী আল-আমিন, শাওন আক্তার, রিফাত, গজারিয়া ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী সাদিয়া আক্তার, অহনা আহমেদ, শিবপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী রিদুয়া ইসলাম হিমু, শিমুলকান্দি ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী তন্নী আক্তার, রেদওয়ান, স্বর্ণা ও আনিকা আক্তার।
সবশেষে দলীয় সংগীত পরিবেশন করে গজারিয়া ও শিবপুর ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে দলীয় আবৃত্তি পরিবেশন করেন ভৈরব কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *