# মিঠু সূত্রধর পলাশ :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের ১দফা দাবীতে আজ ৩০ সেপ্টেম্বর সোমবার বিকেলে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায়, এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহামুদ হাসান, সামছুল ইসলাম জুয়েল, সামছুর নাহার, নূর মোহাম্মদ শিকদার, মো. শামিম, মো. শামছুল আরেফিন, কামরুজ্জামান, লিটন রেজা, নাছিমা আক্তার রিমা প্রমুখ।
এসময় উপস্থিত বক্তারা চাকরিতে ১০ম গ্রেড ও শতভাগ বিভাগীয় প্রমোশন বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শ্লোগানে ব্যানার, ফেস্টুন হাতে উপজেলার ২১৮টি বিদ্যালয়ের শত শত শিক্ষক এ মানববন্ধনে অংশ নেন।