# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামী ব্যাংক পিএলসি হোসেনপুর শাখার উদ্যোগে গ্রাহকসেবা মাস উপলক্ষে গ্রাহকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার বিকালে মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী ব্যাংক পিএলসি হোসেনপুর উপজেলা শাখা।
শাখা ব্যবস্থাপক মো. মুবিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের সম্মানিত গ্রাহক ও বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক সৈয়দ মফিজুল হক খন্দকার, অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল, এডিএম মুহিবুল্লাহ, প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন, ইসলামী ব্যাংক পিএলসি হোসেনপুর শাখার ম্যানেজার অপারেশন মো. ফজলুর রহমান প্রমুখ।