# মিলাদ হোসেন অপু :-
প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন এই স্লোগানকে সামনে রেখে ভৈরবে হার পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ জন নারীকে বিনামূল্যের ল্যাপটপ দেয়া হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর বুধবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার (ভরপ্রাপ্ত) রেদোয়ান আহমেদ রাফি’র সভাপতিত্বে প্রশিক্ষণার্থী নারীদের মাঝে এই ল্যাপটপ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হার পাওয়ার প্রকল্পের সহকারী প্রোগ্রামার মো. রফিকুল ইসলাম, উপজেলার কো-অর্ডিনেটর মো. ফরিদ উদ্দিন দিগন্ত প্রমুখ।
এসময় বিভিন্ন ইভেন্টের ট্রেইনারদের মাঝে আলোচনা করেন অতিথিবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির সর্বোত্তম নিরাপদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও উদ্যোক্তা হিসাবে তাদের টেকসই ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ভৈরবে ৮০ জন নারীকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। প্রথম ধাপে ৮০ জনকে ৮০টি ল্যাপটপ দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে ৮০ জন নারীকে ল্যাপটপ দেয়া হয়েছে। আবারো তৃতীয় ধাপে আরো ৮০ জনকে ট্রেনিংয়ের মাধ্যমে এই প্রকল্পের আওতায় আনা হবে।
ছয় মাসের প্রশিক্ষণে সাড়ে ৪ মাস ট্রেনিং শেষে বুধবার ৮০ জন নারীকে এই ল্যাপটপ দেয়া হয়েছে। তারা যেন বিভিন্ন প্রজেক্টে কাজ করতে ও শিখতে পারে তাই এই ল্যাপটপ দেয়া হয়।
এ সময় বক্তারা আরো বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নারীর দক্ষতা অর্জিত হবে, নতুন কর্মসংস্থান এর সৃষ্টি হবে অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।