অর্থ-সম্পদ মহান আল্লাহ রব্বুল আলামীনের পক্ষ থেকে মানব জাতির জন্য বিশেষ একটি নিয়ামত। বৈধভাবে অর্থ উপার্জন করে সাবলম্বী হওয়াকে ইসলাম কখনোই নিষেধ করেনি; বরং অনেক জায়গায় উৎসাহ প্রদান করেছে। যেমন- আল্লাহ রব্বুল আলামীন বলেন, আর আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান কর। তবে তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেয়ো না। (সূরা কাসাস: ৭৭)
অন্যত্র এসেছে, অতঃপর যখন সালাত সমাপ্ত হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় আর আল্লাহর অনুগ্রহ হতে (তথা রিজিক) অনুসন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ কর যাতে তোমরা সফল হতে পার। (সূরা জুমুআহ: ১০)
দুনিয়াবী ও পরকালীন কল্যাণের দিকে খেয়াল রেখে আল্লাহ তায়ালা আমাদেরকে দুআ শিখিয়েছেন, হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন। আর আখিরাতেও কল্যাণ দিন এবং আমাদেরকে আগুনের আযাব হতে রক্ষা করুন। (সূরা বাকারা: ২০১)
এই রকমভাবে বিভিন্ন আয়াতের মাধ্যমে স্বয়ং আল্লাহ তায়ালা আমাদেরকে বৈধভাবে দুনিয়াবী সম্পদ উপার্জনের প্রতি উৎসাহ দিয়েছেন। বিশেষ করে তৃতীয় আয়াতে মহান আল্লাহ তায়ালা আমাদেরকে প্রথমেই পরকালীন কাজ করার পাশাপাশি দুনিয়ার কল্যাণ চাওয়ার শিক্ষা দিয়েছে। অর্থাৎ যেই সকল নিয়ামত পেয়ে মানুষ সঠিকভাবে আল্লাহ তায়ালার বিধি-বিধান পালন করতে পারবে সেই সমস্ত দুনিয়াবী নিয়ামতের কথা আগে চাইতে বলেছেন। আর এটা সর্বজন স্বীকৃত যে, দুনিয়াবী নিয়ামতের মধ্য থেকে সবচেয় গুরুত্বপূর্ণ হল অর্থ-সম্পদ। কেননা আর্থিক সচ্ছলতা থাকলে ইসলামের বিধান পালন করা অনেকটাই সহজ হয়ে যায়। এছাড়াও বৈধভাবে সম্পদ উপার্জন করে সাবলম্বী হওয়ার আরো অনেক সুফল রয়েছে। যেমন-
১। কল্যাণকর বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যায়। সমাজবদ্ধভাবে বসবাস করতে গিয়ে আমরা প্রয়োজনের তাগিদে একে অপরের সহযোগীতার মুখাপেক্ষী হয়ে পড়ি। আর আর্থিকভাবে সচ্ছল থাকলে সেই সহযোগীতায় এগিয়ে আসা যায়। বিশেষ করে নিঃস্ব-দরিদ্র ও ক্ষুধার্থকে খাদ্য দান, রোগীর সেবা করা প্রতিবেশীর খবরা-খবর নেওয়া, প্রয়োজনের সময় কাউকে ঋণ দেওয়া, ত্রাণ বিতরণ, আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়া, ইয়াতীমদের লালন-পালন করা এবং অভাবী বিধবাদেরকে সহায়তা করাসহ বিভিন্ন সওয়াবের কাজে অংশগ্রহণ করা যায়।
২। দান-সদাকা করা যায়। দান-খয়রাত করা অনেক ফজীলতের কাজ। এর মাধ্যমে বিভিন্ন বিপদাপদ দূর হয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। সবচেয়ে নিকৃষ্ট স্থান জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার রাস্তা তৈরী হয়। এখন আর্থিকভাবে সাবলম্বী হলে ফকির-মিসকীন এবং অভাবীদেরকে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, ইলমে দ্বীন শিক্ষারত প্রয়োজনগ্রস্থ শিক্ষার্থীকে সহায়তা করে অনেক পূণ্য অর্জন করা যায়।
৩। রাসূল (সা.) এর হাদীসের উপর আমল করা যায়। সাদ বিন আবি ওয়াক্কাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেছেন, চারটি বস্তু সৌভাগ্যের নিদর্শন: পূন্যবতী স্ত্রী, প্রশস্ত বাড়ি, সৎ প্রতিবেশী ও আরামদায়ক বাহন। আর চার বস্তু দুর্ভাগ্যের নিদর্শন: মন্দ স্ত্রী, সংকীর্ণ বাড়ি, মন্দ প্রতিবেশী ও মন্দ বাহন। (ইবনে হিব্বান: ৪০৩২)
উল্লেখিত হাদীসটির উপর আমল করে সৌভাগ্যশীলদের অন্তর্ভূক্ত হতে হলেও অর্থ সম্পদের প্রয়োজন।
৪। ইসলামের আর্থিক বিধান পালন করা সহজ হয়। অর্থ-সম্পদ থাকলে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিধান অনায়াসেই পালন করা যায়। যেমন- হজ্জ ও উমরাহ করা, যাকাত দেওয়া, কুরবানী করা, মসজিদ নির্মাণ করা ইত্যাদি।
৫। পরিবার, আত্মীয়-স্বজন ও অন্যান্যদের হক আদায় করা যায়।
৬। ইসলামের প্রতি মানুষকে সহজে আহবান করা যায় এবং অন্যায় কাজে বাধা প্রদান করাও অনেকটা সহজ হয়ে যায়।
৭। প্রফুল্লচিত্তে ও মনযোগ সহকারে ইবাদত করার রাস্তা তৈরী হয় ইত্যাদি।
উল্লেখিত সুফলগুলো ছাড়াও সাবলম্বী হওয়ার আরো অনেক লাভ বাস্তব জীবনে ভোগ করা যায়। কাজেই আমাদের সকলেরই উচিত বৈধভাবে সাবলম্বী হওয়া সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দিন। আমীন