# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস ও সিএনজির ন্যায্য ভাড়া ও নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন পালন করা হয়েছে। ১১ আগস্ট রোববার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পাকুন্দিয়া উপজেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা পরিষদ গেইট সংলগ্ন কিশোরগঞ্জ-ঢাকা সড়কে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আব্দুল্লাহ আল সানি, দিদারুল ইসলাম, খাইরুল ইসলাম, নূর মোহাম্মদ, মুক্তাদির হোসেন মঈন, আরিয়ান, সাকিব, শিপন, ইয়াছিন, মনির, নাহিয়ান, ইমরান, জান্নাতুল ফেরদৌস তানজিনা, কেয়া আশরাফী, কনিকা, নিলা প্রমুখসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, পাকুন্দিয়া টু কিশোরগঞ্জ শহরের দূরত্ব ১৫ কিলোমিটারের বর্তমান সিএনজি ভাড়া ৫০ টাকা আদায় করা হচ্ছে। এখন থেকে ১৫ কিলোমিটার সড়কের ভাড়া ৩০ টাকা করতে হবে। পাকুন্দিয়া টু ঢাকার দূরত্ব ১০০ কিলোমিটারের ভাড়া বর্তমানে ২৭০ টাকা আদায় করা হচ্ছে। এটা খুবই অন্যায় ও জুলুম বলে আমরা মনে করি। সেটা ১৯০-২০০ টাকা করতে হবে। এছাড়াও সকল পরিবহনের সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধ করে গ্রাহক পর্যায়ে ভাড়া কমানোর জোর দাবী জানান শিক্ষার্থীরা।