# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরব প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১০ আগস্ট শনিবার রাত ৮টার দিকে প্রেসক্লাব কনফারেন্স রুমে এক জরুরী সভার মাধ্যমে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এনটিভি স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিনকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলো, দৈনিক ইত্তেফাক ও এটিএন বাংলা ভৈরব প্রতিনিধি মো. তুহিনুর রহমান, দৈনিক প্রথম নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, বাংলাভিশন ও যায়যায়দিন ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুব, এসএ টিভি ও দৈনিক আমাদের সময় ভৈরব প্রতিনিধি খাইরুল ইসলাম সবুজ, ডা. আব্দুল্লাহ আল মারুফ, মো. কামাল পাশা, এসএ ফারুকী, জাকারিয়া টুটন। সভায় ভৈরবের রাজনৈতিক, ব্যবসায়ী ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।