# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ব্যপক ভাঙচুর ও আগ্নিসংযোগ হয়েছে। আজ সোমবার (৫ আগষ্ট) বিকালে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ভৈরবে সরকারি বিভিন্ন স্থাপনাসহ আওয়ামী লীগ দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর করা হয়েছে। আগুন দেয়া হয়েছে যুব ও ক্রীড়ামন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনের বাড়িতে। এদিকে এই ভাঙচুরের দায় নিবেনা বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর ভৈরবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও বিএনপির নেতাকর্মীরা বিজয় মিছিল করেন। অপরদিকে দুর্বৃত্তরা ভৈরব থানায়, শহর ফাড়িঁ থানায়, সাবেক রাষ্ট্রপতির বাস ভবন, নাজমুল হাসান পৌর পার্ক, পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠান জান্নাত রেস্টুরেন্টে, আওয়ামীলীগ দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন। এ ছাড়াও পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভের ব্যবসা প্রতিষ্ঠান, সহ সভাপতি দ্বীন ইসলাম মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর বাসভবন, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামালের ব্যবসা প্রতিষ্ঠান, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক আরমান উল্লাহ’র ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। এ বিষয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান জানান, আওয়ামীলীগ সরকারের মিথ্যা মামলায় আমরা বিএনপির নেতাকর্মীরা কেউই বাড়িতে ছিলাম না। তাই ভাঙচুরের বিষয়টি আমার জানান নেই। এর দায়ও বিএনপি নিবে না। আমাদের নেতা কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলমের সরাসরি নির্দেশনা রয়েছে কেউ যেন সরকারি স্থাপনাসহ কোথাও ভাঙচুর বা অপ্রীতিকর কোন ঘটনা না ঘটায়। আমরাও তার নির্দেশনায় অটল রয়েছি। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিএনপি কোন সরকারি স্থাপনায় অগ্নি সংযোগ করে নাই। আওয়ামীলীগ নেতাদেরই যোগ সাজেসে এ ঘটনা ঘটেছে। পৌর পার্কে আমি নিজেই জড়িত রয়েছি আমার প্রতিষ্ঠান আমি কেন ভাঙবো। বিএনপি ভৈরবে কোন ভাঙচুর ও অগ্নি সংযোগের দায় নেবে না। আমাদের নেতারকর্মীদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে কোন রকম প্রতিশোধ মূলক সহিংসতা না করতে। ভৈরবে যে ভাঙচুর গুলো হয়েছে সবগুলোই বহিরাগতরা করেছে। লুটপাট ও অগ্নিসংযোগের রাজনীতি বিএনপি করে না। এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলামকে ফোন দিলে তার মুঠো ফোনটি বন্ধ পাওয়া যায়।