# কটিয়াদী প্রতিনিধি :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম ফকিরের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুজ্জামান অপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন (মিলন), কটিয়াদী পৌরসভার মেয়র মো. শওকত উসমান প্রমুখ। এছাড়াও প্রস্তুতি সভায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দেশের এই ক্রান্তিলগ্নে আসুন সকলে ভেদাভেদ ভুলে গিয়ে শোক দিবস সম্মিলিতভাবে পালন করি ও দেশবিরোধী ষড়যন্ত্রকে মোকাবেলা করি।