# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরে ২ আগস্ট শুক্রবার বাদ জুমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। এতে বিভিন্ন মাদ্রসা শিক্ষার্থীসহ নানা বয়সের বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মিছিলের সময় স্টেশন রোড এলাকায় ছবি তুলতে গেলে পুলিশের উপ-পরিদর্শক মো. আল আমিনকে মাথায় ঢিল ছুঁড়লে তিনি আহত হন। বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা।
জুমার নামাজের পর শহরের শহীদি মসজিদ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মিছিলটি বের হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের পেছনে বেশ কিছু ছাত্রীকেও দেখা গেছে। মিছিলকারীদের অধিকাংশই জামায়াত-শিবির ও ইসলামী ছাত্রী সংস্থার সদস্য বলে মনে করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, বিভিন্ন মাদ্রাসা থেকেও ছাত্ররা এসেছিল। মিছিলে বিভিন্ন ধরনের লোকজন ছিল বলে তিনি জানিয়েছেন। তবে সদ্য নিষিদ্ধ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর রমজান আলী জানিয়েছেন, শুক্রবার তাদের এ ধরনের কোন মিছিলের কর্মসূচী ছিল না।
মিছিল থেকে কোটা আন্দোলনে মৃত্যুর বিচার চেয়ে এবং সরকারের পদত্যাগ দাবি করে শ্লোগান দেওয়া হয়েছে। মিছিলের সময় সাদা পোশাকের কয়েকজন পুলিশ ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্য ছাড়া রাস্তায় পুলিশের কোন অবস্থান দেখা যায়নি। মিছিলটি বিনা বাধায় সম্পন্ন হয়েছে। কোন সংঘাত সংঘর্ষ হয়নি।