# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষে র্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। সকাল ১১টায় একটি শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক কাজল।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান গুলনাহার ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন মুন্সী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বাবুল মিয়া, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হাই।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক রোকনুজ্জামান ও সালাউদ্দিনকে মৎস্যচাষী/উদ্যোক্তা ক্রেস্ট প্রদান করা হয়।
জানা গেছে, আগামী ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ চলমান থাকবে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেয়া হয়েছে।