# মিলাদ হোসেন অপু :-
‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে পালিত হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি। আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় সবুজ ভৈরবের আয়োজনে শহরের এমবিশন পাবলিক স্কুলে ২০টি আমের চারা লাগিয়ে এই বৃক্ষরোপন কর্মসূচির পালন করা হয়।
প্রকৃতি প্রেমিক সচেতন মহল সবুজ ভৈরবের উদ্যোক্তা মো মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আতিক আহমেদ সৌরভ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এমবিশন পাবলিক স্কুল অধ্যক্ষ অধ্যাপক জিতেন্দ্র চন্দ্র দাশ, স্কুল পরিচালক রফিউল আলম মঈন, নুর ই লাইলা রিক্তা, অভিভাবক প্রতিনিধি নাহিদ সুলতানা প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আতিক আহমেদ সৌরভ বলেন, আমি একটি খোলা মাঠে স্কুল গড়েছি। তবে বর্তমানে স্কুল মাঠ সবুজে ঘেরা। আমি নিজেও একজন বৃক্ষ প্রেমিক। এসময় তিনি সবুজ ভৈরবের সমন্বয়ক মনির হোসেনসহ উদ্যোক্তাদের ভূয়সি প্রশংসা করেন।
এবিষয়ে প্রকৃতি প্রেমিক সচেতন মহল সবুজ ভৈরবের উদ্যোক্তা মনির হোসেন বলেন, একদিন ভাত না খেলেও বাঁচা যায়। তবে অক্সিজেন আমাদের নৃত্য প্রয়োজনীয়। আগামী দিনের প্রজন্মকে জানতে হবে বুঝতে হবে বৃক্ষের গুরুত্ব। একটি করে হলেও গাছ লাগানোর জন্য এসময় কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, ভৈরব শহর জুড়ে ৩ হাজার আমের চারা লাগানো হবে। পর্যায়ক্রমে বিভিন্ন স্কুলে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়েছে। যারা নিতে ইচ্ছুক তাদেরকে এই চারা দেয়া হবে বলে জানান তিনি।