# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে কোটা আন্দোলনকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক ও ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে অবরোধের চেষ্টা করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আনুমানিক ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম।
এ সংবাদ লেখা পর্যন্ত ভৈরবের বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। পুলিশ অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে।
জানা যায়, কোটা আন্দোলনের অংশ হিসেবে ভৈরবে গত তিনদিন যাবত সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের চেষ্টা করে। ১৭ জুলাই বুধবার সরকারি হাজী আসমত কলেজে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতে গেলে ছাত্রলীগ নেতা কর্মীরা বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়েই আজ ১৮ জুলাই বৃহস্পতিবার সকালে পৌর শহরের জগন্নাথপুর বেনী বাজার এলাকায় ও পৌর শহরের নিউ টাউন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশের বাধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়। বেলা ১২টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে শিক্ষার্থীরা মিরারচর এলাকায় অবস্থান নেয়। এসময় আবারো পুলিশ বাধা দিলে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ রাবার বুলেট ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পরে টানা ৩ ঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে। খবর পেয়ে পুলিশের সাথে র্যাব সদস্যরা অংশ নেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এসপি মোস্তাক সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান আহমেদ রাফি।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, সারাদেশের কোটা আন্দোলনকে একত্ব্যতা ঘোষণা করে সাধারণ শিক্ষার্থী ভৈরবেও আন্দোলনে নামে। এদের মধ্যে অনেককেই শান্তিপূর্ণ আন্দোলন করতে দেখা যায়। তবে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে কালিকাপ্রসাদ এলাকায় সড়কটি শিক্ষার্থীরা অরোধ করে রাখে। এসময় পুলিশ তাদের বাধা দিলে তারা মিরারচর এলাকায় অবস্থান নেয়। পরে আবারো বাধা দিতে গেলে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।