• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
জমজমাট পিঠা উৎসব ২৩ স্টলে শত আইটেম গভীর নলকূপ বন্ধ ৫ বছর পতিত ২৫০ বিঘা জমি মেডিকেলে চান্স পেয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েও টাকার যোগাড়ের চিন্তায় মগ্ন দুই পরিবার টমেটোর সাথী ফসল করলা খরচ ৭০ হাজার আয় ৩ লাখ হোসেনপুরে হাসপাতাল মসজিদের ছাদ ঢালাই কার্যক্রম উদ্বোধন হোসেনপুর পৌরসভায় তারুণ্যের উৎসব উপলক্ষে কর্মশালা ফুলেল শুভেচ্ছায় সিক্ত সরকারি মেডিকেলে সুযোগ পাওয়া রফিকুল ইসলাম মহিলা কলেজের ৭ শিক্ষার্থী তারুণ্যের উৎসবে অনুর্ধ্ব ১৭ বালক বালিকা ফুটবল সিএনজি চালক হত্যার অভিযোগে ওসিসহ ৫ পুলিশের নামে মামলা স্বর্ণের চেইন উদ্ধারসহ তিন মহিলা ছিনতাইকারীকে আটক করে রেলওয়ে পুলিশ

বাজিতপুরে বর্জ্যরে বায়োগ্যাসে সাশ্রয় হচ্ছে জ্বালানি খরচ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
দেশের বৃহত্তর জনগোষ্ঠী গ্রামে বসবাস করে। তারা রান্নার কাজে জ্বালানি কাঠের ব্যবহার করে। এতে করে বন উজাড় হচ্ছে। মারাত্মক বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশ। ফলে এই বৃহত্তর জনগোষ্ঠির জ্বালানি সংকট ধীরে ধীরে তীব্র হচ্ছে। কাঠের ওপর নির্ভরতা কমাতে কিশোরগঞ্জের বাজিতপুরে ইম্প্যাক্ট (ফেজ-৩) প্রকল্পের আওতায় বায়োগ্যাস প্লান্ট তৈরি হচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে জ্বালানির। গরুর গোবর দিয়ে এখন অনেকেই লাকড়ি (মুটে) তৈরি করছে না। এতে সময়ের অপচয় এবং শ্রম অনেক বেশি যায়। যে কারণে গ্রামেগঞ্জে শহরে-বন্দরে, গড়ে ওঠা হাজার হাজার মুরগির ফার্মের বিষ্ঠ ও গরুর গোবর দিয়ে তৈরি হচ্ছে বায়োগ্যাস। জ্বালানি সংকটের যুগে এটি একটি আশার আলো। এর কারণে যে কোনো মধ্যবিত্ত পরিবার উপার্জনের পাশাপাশি সাংসারিক জ্বালানি ব্যয় দারুন ভাবে সাশ্রয় করছে। মানুষের এক সময়ের অব্যবহৃত এসব উচ্ছিষ্ট দিয়েই এখন তৈরি হচ্ছে বায়োগ্যাস বা বিকল্প জ্বালানি।
এ জ্বালানি ব্যবহার করে বাজিতপুরের একটি পরিবার প্রতি মাসে প্রায় ২-৩ হাজার টাকা সাশ্রয় করছে। ক্রমান্বয়ে এ গ্যাসের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সরকারি প্রতিষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর এ কাজ চালিয়ে যাচ্ছে এবং সহজ শর্তে ঋণ প্রদান করছে। এসব দেখে অনেকেই যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এ প্লান্ট তৈরি করছে। ২০০৬ সাল থেকে সরকারিভাবে বাংলাদেশে বায়োগ্যাস প্লান্ট তৈরি শুরু হয়। বর্তমানে দেশের বিভিন্ন উপজেলায় ১৩ সহস্রাধিক প্লান্ট তৈরি করেছে।
১৬ জুলাই মঙ্গলবার ইমপ্যাক্ট (ফেজ-৩) প্রকল্প সহযোগিতায় বাজিতপুর পৌরসভার মিরারবন গ্রামে তৈরি করা হয়েছে বায়োগ্যাস প্লান্ট। এটা উদ্বোধন করে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ এর উপ-পরিচালক জেড. এ শাহাদাত হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, ইমপ্যাক্ট প্রকল্প ফেজ-৩ এর প্রোগ্রামার মশিউর রহমান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান।
বায়োগ্যাস প্লান্ট এর গ্রাহক আব্দুল গাফফুর জানান, রান্নার খরচ জোগাতে ছোট একটি পরিবারের প্রতি মাসে আড়াই থেকে ৩ হাজার টাকা গুণতে হয়। ফলে দিন দিন পরিবারের ব্যয় বাড়ছে। কিন্তু বায়োগ্যাস প্লান্ট সে চিত্র বদলে দিয়েছে। ২ থেকে ৩টি গরু দিয়ে এ প্লান্ট তৈরিতে খরচ পড়ে ৫০-৬০ হাজার টাকা। সরকারিভাবে বাজিতপুর যুব উন্নয়ন অফিস ১ লক্ষ ২০ হাজার টাকার দিয়েছে যা কিস্তিতে পরিশোধ করতে হবে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ২ থেকে ৩টি গরু থাকলেই এ প্লান্ট তৈরি করা যায়। গরুর গোবর ও মুরগির বিষ্ঠ ব্যবহার করে বায়োগ্যাস প্লান্ট তৈরি করা হচ্ছে। যা থেকে জ্বালানীর চাহিদা মিটছে। সেই সঙ্গে পরিবারের অর্ধেক খরচ কমিয়ে দিয়েছে। আর উচ্ছিষ্ট দিয়ে তৈরি হচ্ছে সবুজ সার। এই সার ব্যবহার করে জমির উর্বরতা শক্তি বাড়ছে। আমরা শতাধিক ব্যক্তিকে বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ দিয়েছি। তারা বাড়িতে বায়োগ্যাস প্লান্ট তৈরির কথা ভাবছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *