# নিজস্ব প্রতিবেদক :-
কোটা সংস্কার আন্দোলনকারীদের নিজেদের রাজাকার দাবি করে শ্লোগান দেওয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের ব্যানারে ১৫ জুলাই সোমবার বিকালে শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মুক্তিযোদ্ধারা তাঁদের বক্তৃতায় দাবি জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে দেখে শ্লোগানদাতাদের অবিলম্বে গ্রেপ্তারের। তাঁরা বলেন, পাকিস্তান সরকার বাঙালিদের জন্য মাত্র ১৫ ভাগ চাকরির কোটা রেখেছিল। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করার কারণে আজ শতভাগ চাকরি বাঙালিরা করছেন। এখান থেকে ২০ ভাগ চাকরি মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দের যারা বিরোধিতা করছেন, তাঁরা প্রকৃত অর্থেই রাজাকারের প্রেতাত্মা। মুক্তিযোদ্ধারা হাইকোর্টের রায় অনুযায়ী মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
মানববন্ধনে বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক তিন কমান্ডার মো. আসাদ উল্লাহ, মাহবুবুল আলম ও মিজানুর রহমান, ডেপুটি কমান্ডার বাছির উদ্দিন ফারুকী ও আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, সিদ্দিক হোসাইন প্রমুখ।