# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অটোচালক মো. ইছাক মিয়া (৬২) মৃত্যু হয়েছে। ১৫ জুলাই সোমবার রাত ১০টার দিকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মো. ইছাক মিয়া বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের তাতালচর গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রীবেশে তিনজন ছিনতাইকারী বাজিতপুর বাজার থেকে হিলচিয়া যাওয়ার কথা বলে অটোরিকশাটি ভাড়া করে। পরে সরিষাপুর এলাকায় নিয়ে তারা অটোরিকশার চালক ইছাককে জোর করে নামিয়ে দেয় এবং তাকে ছুরি দিয়ে এলোপাথারী আঘাত করে গুরুতর আহত করে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এলাকাবাসী আহত অটোচালক ইছাক মিয়াকে উদ্ধার করে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইছাক মিয়ার মৃত্যু হয়।
বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত পৌনে ১০টার দিকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমার কাছে ফোন আসে। আমি আর ওসি সাহেব সেখানে যায়। পরে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ স্যারসহ আমরা ঘটনারস্থল পরিদর্শন করি। রাতে ছিনতাইকারীকে ধরতে আর অটোরিকশা উদ্ধারে বাজিতপুর থানা পুলিশের একটি টিম তৎপর হয়। পরে উপজেলার নোয়াপাড়া গ্রাম থেকে অটোরিকশা উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।