# নিজস্ব প্রতিবেদক :-
নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড হয়েছে। জরিমানা হয়েছে একলাখ টাকা। আজ ১৬ জুলাই মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জের ১নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দিয়েছেন। মামলার বাদী ছিলেন আসামির স্ত্রী। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি সবজি বিক্রেতা মঞ্জিল মিয়া (৩৭) ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসূলি ইউনিয়নের কাওয়ারগাতি গ্রামের মৃত গুণু মিয়ার ছেলে। তিনি চার মেয়ে ও স্ত্রীকে নিয়ে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকার ভাড়া বাসায় থাকেন। বাদী পক্ষের আইনজীবী স্পেশাল পিপি এমএ আফজল এসব তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামির ১৬ বছরের মেয়েকে অষ্টগ্রামে মেয়ের খালাত ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হয়েছে। আসামির স্ত্রী চতুর্থ সন্তানের জন্মের সময় সদর হাসপাতালে ভর্তি ছিলেন। এসময় গতবছর ৭ জুন মেয়েকে ভয় দেখিয়ে মঞ্জিল ধর্ষণ করেন। শ্বশুরবাড়ি থেকে প্রায়ই মেয়েকে বাবা নিজের বাসায় নিয়ে আসতেন ধর্ষণের উদ্দেশ্যে। মেয়ের মা অন্যের বাসায় কাজ করতেন। এই সুযোগে ভয় দেখিয়ে মেয়েকে ধর্ষণ করা হতো। সর্বশেষ গতবছর ১৯ জুলাই আবার ধর্ষণ করতে চাইলে মেয়ে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মঞ্জিল মা-মেয়েকে মারধর করেন। তখনই মেয়ে মায়ের কাছে আগের সব ঘটনা খুলে বলে। দুদিন পর ২১ জুলাই মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঞ্জিলকে একমাত্র আসামি করে মামলা করেছিলেন। গ্রেপ্তারের পর মঞ্জিল আদালতে ধর্ষণের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিলেন বলে স্পেশাল পিপি জানিয়েছেন। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।