# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে কোটা বিরোধী সংগঠনের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোন মুখোমুখি সংঘর্ষ হয়নি। ফলে ছুটোছুটি করতে গিয়ে কয়েকজন কিছুটা আহত হয়েছেন বলে জানা গেছে। আজ ১৬ জুলাই মঙ্গলবার দুপুরে কোটা বিরোধীরা জেলা শহরের সরকারি গুরুদয়াল কলেজের শহীদ স্মৃতিসৌধে জমায়েত হচ্ছিলেন। এসময় জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী হকিস্টিকসহ লাঠিসোটা নিয়ে ধাওয়া দিলে আন্দোলনকারীরা ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করে পালিয়ে যান। এসব দৃশ্যের ছবি তোলার সময় ডিএসবির এক সাদা পোশাকের সদস্য ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। তবে সংগঠনের অন্যরা এসে বাধা দেন।
ছাত্রলীগের হামলার পরপরই আন্দোলনকারীরা লাঠিসোটা নিয়ে পাল্টা ধাওয়া দিলে ছাত্রলীগ পিছু হটে। এরপর আন্দোলনকারীরা লাঠিসোটা নিয়েই শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এসময় তারা ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, কোটা না মেধা, মেধা মেধা’ ইত্যাদি শ্লোগান দেন। এসময় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। বহু দোকানপাট বন্ধ হয়ে যায়। মিছিলটি পুনরায় গুরুদয়াল কলেজে যাওয়ার পর সেখানে বক্তৃতা করেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক অভি চৌধুরী, প্রশান্ত দাস, রাজিবসহ অন্যরা। তারা ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান। ভবিষ্যতে এ ধরনের হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।