# নিজস্ব প্রতিবেদক :-
মিঠামইনের হাওরের পানিতে গোসল করতে নেমে ঢাকার মুগদার আবির হোসেন (২০) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। আব্দুল হালিমের ছেলে আবির গাজীপুরের শ্রীপুরে আমান টেক্সটাইল লিমিটেডে চাকরি করেন বলে জানিয়েছেন মিঠামইন থানার ওসি আহসান হাবিব।
ওসি জানান, শুক্রবার আবির তার দুই সহকর্মী সজিব (২০) ও শাহজাহানসহ (২১) মিঠামইনের হাওরে বেড়াতে যান। বিকাল তিটার দিকে আবির মিঠামইন জিরো পয়েন্টের কাছে হাওরে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান। তার দুই সহকর্মী উদ্ধারে এগিয়ে গেলেও ব্যর্থ হন। স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের মিঠামইন ও জেলা সদরের ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারি।