# মো. আল আমিন টিটু :-
ভৈরব উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল মনসুর।
ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সানজিদা ইয়াসমিন, পৌর আওয়ামী লীগ সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ ও উপজেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপের ফাইনাল খেলায় শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক-শূন্য গোলে শ্রীনগর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়। এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের ফাইনাল খেলায় চরেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন-শূন্য গোলে হাজী আসমত সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়ের গৌরব অর্জন করে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।