# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর উদ্বোধন করা হয়েছে।
১০ জুলাই বুধবার বিকেলে বাজিতপুর ঐতিহাসিক ডাকবাংলা মাঠে মাইজচর ইউনিয়ন বনাম হুমাইপুর ইউনিয়নের খেলার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় ।
উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাজিতপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. রেজাউল হক কাজল।
এই সময় উপস্থিত ছিলেন, বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, বাজিতপুর চেম্বার অব কর্মাসের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, বাজিতপুর পৌর আওয়ামী লীগ সভাপতি মোস্তফা কামাল লাদেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম, বাজিতপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার ফারুক আহাম্মদ, কৈলাগ ইউনিয়ন চেয়ারম্যান মো. কায়ছার-এ-হাবীব, মাইজচর ইউনিয়ন চেয়ারম্যান মো. তাবারক মিয়াজি।
এবারের খেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট ১২টি দল অংশগ্রহণ করবে।