# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ ৯ জুলাই মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর শহরের শহীদ আইভি রহমান পৌর স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বালিকা উদ্বোধন করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল মনসুর।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু ও পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, মহিলা ভাইস-চেয়ারম্যান সানজিদা ইয়াছমিন প্রমুখ।
খেলায় একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৮টি বালক দল ও ৮টি বালিকা দল অংশগ্রহণ করে। আগামীকাল বুধবার ৮টি দলের মধ্যে বিজয়ী ৪টি দল সেমিফাইনালে খেলবে।
আজকের খেলায় পৌরসভা ও ইউনিয়নের বিদ্যালয়গুলোর মধ্যে চ্যাম্পিয়ন দলগুলি অংশগ্রহণ করে।