• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০২:৪০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় কলেজ ছাত্র হত্যা মামলায় চেয়ারম্যান কারাগারে

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কলেজ ছাত্র হত্যা মামলায় নারান্দি ইউপি চেয়ারম্যান মুসলেহ উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার নারান্দী ইউনিয়নের বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান ও পোড়াবাড়িয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
পাবলিক প্রসিকিউটর আবু নাসের ফারুক সঞ্জু জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে আজ ১ জুলাই সোমবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা গেছে, গত ২৫ এপ্রিল রাতে নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের বৈশাখী মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের গান বন্ধ হয়ে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এক পযার্য়ে কুষাকান্দা গ্রামের শ্রমজীবী আবুল হোসেনের ছেলে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র শরীফ উদ্দিন (২৩) নিহত হন।
এ ঘটনায় মেলা কমিটির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মুসলেহ উদ্দিনকে প্রধান আসামি করে ২৭ এপ্রিল ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-৩০জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা করেন নিহতের বাবা আবুল হোসেন। পরে রাজন মিয়া, সোহেল মিয়া, মাহমুদুল হাসান রাজন ও দেলোয়ার হোসেন শাহীনসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও চেয়ারম্যান মুসলেহ উদ্দিন হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় চেয়ারম্যান আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *