# রাজন সরকার :-
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী ও গ্রামীণ ঐতিহ্যবাহী হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন শুক্রবার বিকেলে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাকুন্দিয়া প্রেসক্লাবের সভাপতি আছাদুজ্জামান খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ। প্রেসক্লাবের সহ-সভাপতি তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক বোরহান উদ্দিন, কাউন্সিলর মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।
এ সময় পাকুন্দিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আ.ন.ম তানভীর হায়দার, চ্যানেল আই জেলা প্রতিনিধি এস.কে রাসেল, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রাজন সরকার, কোষাধ্যক্ষ ক.ম. মুহিবুল্লাহ বচ্চন, প্রচার সম্পাদক দিলিপ রবিদাস, সদস্য এম সাঈদুল ইসলাম, মিজানুর রহমান, ওমর ফারুক, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি এনামুল হক হৃদয়, সাবেক সহ-সভাপতি এম শাহজাহান, শামছুল আলম শাহীন ও সাবেক সহ-সাধারণ সম্পাদক সিদ্দিক হোসেন কিশোর প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই ঐহিত্যবাহী গ্রামীণ হাড়িভাঙা খেলায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও খেলায় অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরষ্কার প্রদান করা হয়।