• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন |
  • English Version

নানা অঙ্গসজ্জায় সাজানো হয় কোরবানির পশু

নানা অঙ্গসজ্জায় সাজানো
হয় কোরবানির পশু

# নিজস্ব প্রতিবেদক :-
কোরবানির সময় আসলেই বাজারে আসে বাহারি রং আর আকারের সুদর্শন গরু। বড় গরু হলে তো কথাই নেই। খামারিরা বড় বড় ষাঁড়ের নিজস্ব সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলেন নানা অঙ্গসজায়। নামও দেন বাহারি। কোরবানির পশুর হাটে গেলেই চোখে পড়ে এসব নান্দনিকতা।
কিশোরগঞ্জের অন্যতম বড় পশুর হাট শোলাকিয়া গরুর হাট। এই হাটে ১৪ জুন শুক্রবার সাপ্তাহিক গরুর হাটে জেলার নানা জায়গা থেকে আনা হয়েছিল বড় বড় নজর কাড়া ষাঁড়। আবার এসব ষাঁড়ের সৌন্দর্যে বাড়তি অঙ্গসজ্জা দিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা করা হয়েছে। শহরতলির বয়লা এলাকার সানজিদ এগ্রো ফার্মের মালিক মাহবুব সানজিদ শোলাকিয়ার হাটে এনেছিলেন ৬টি বড় বড় সুদর্শন ষাঁড়। এর মধ্যে সবচেয়ে বড় দুটির নাম সুলতান আর বাহাদুর। এদেরকে সাজিয়েছিলেন অপূর্ব সাজে। মাথায় পরিয়েছেন তাজ। গলায় পরিয়েছেন মালা। আর সামনের দুটি পায়ে পরিয়েছেন নুপুর। আর এই দৃশ্য দেখার জন্য বহু মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সুলতানের দাম হাঁকছেন ৮ লাখ টাকা। মাংস হবে ২০ মণ। বাহাদুরের দাম হাঁকছেন সাড়ে ৭ লাখ টাকা। মাংস হবে ১৮ মণ। অন্যগুলোর দাম হাঁকছেন চার থেকে পাঁচ লাখের মধ্যে। মাহবুব সানজিদ তাঁর খামারে ফ্রিজিয়ান, সিন্ধি এবং শাহীওয়াল জাতের গরু লালন করেন। অনেক সময় স্থানীয়ভাবে এত দামের গরু কেনার মত ক্রেতা পাওয়া যায় না। ফলে শেষ দিকে কিছু গরু ঢাকায় পাঠানো হয়। মাহবুব সানজিদের খামারে প্রতি বছর অন্তত ৩০টি ষাঁড় লালন করা হয়। বিভিন্ন খামার থেকে তিনি দুতিন লাখ টাকা করে কেনেন। এরপর নিজের খামারে লালন করে ঈদের সময় বিক্রি করেন দ্বিগুণ তিনগুণ দামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *