# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে সাজা দিলেন ইউএনও। আজ ১১ জুন মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ ইউএনও কার্যালয়ে ভ্রাম্যমান আদলতের মাধ্যমে ৬ মাসের সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিন। সাজাপ্রাপ্ত ছেলে পৌর শহরের লক্ষীপুর এলাকার মৃত আঙ্গুর মিয়ার ছেলে সজীব (২৩)।
সাজার বিষয়টি এ প্রতিনিধিকে নিশ্চিত করে বলেন, সজিব একজন মাদকাসক্ত। তার মা অঞ্জনা বেগম উপজেলায় আমার অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ছেলের নির্যাতনে অতিষ্ঠ মায়ের আর্তনাদের বিষয়টি বিবেচনা করে সজিবকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সজিব নিজ মুখে আদালতের কাছে তার অপরাধ স্বিকার করেছে। মাদক সেবনের দায়ে জাকির (২৭)কে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সেও আদালতের কাছে নিজের অপরাধের কথা স্বীকার করেছে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সজিব নিজ ঘরে প্রতিদিন নেশা করে। মা অঞ্জনা বেগমের অভিযোগ ছিল নেশার টাকা দিতে না পারলে ঘরের আসবাপত্র মূল্যবান জিনিষ বিক্রি করে দিত। বাধা দিলে মাকে মারধোর করে নির্যাতন করতো। ছেলের যন্ত্রনা, অত্যাচার ও নির্যাতন সইতে না পেরে ১০ জুন সোমবার ইউএনও’র কাছে ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পরে ইউএনওর নির্দেশে আজ মঙ্গলবার সকাল ১১টায় নেশাগ্রস্থ সজিবকে শহরের লক্ষীপুরে তার বাসা থেকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়।
এদিকে আজ মঙ্গলবার সকালে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে জাকির হোসেনকে আটক করে মাদকদ্রব্যের কর্মকর্তারা। সে জেলার মিটামইন এলাকায় বাসিন্দা। মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সজীবের মা অঞ্জনা বেগম এ প্রতিনিধিকে বলেন, আমার ছেলে একজন অটোচালক। তাকে ভাল করার জন্য বিয়ে করিয়েছি। তার একটি সন্তান আছে, তবে বউ পরকিয়া করে চলে যাওয়ার পর থেকে সে মাদকাসক্ত হয়ে টাকার জন্য আমাকে মারধোর নির্যাতন করে। ঘরের জিনিষপত্র বিক্রি করে দেয়। আমার একটি মেয়ে আছে। ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মেয়ে সঙ্গে নিয়ে ইউএনও’র কাছে অভিযোগ দিয়েছি। ৬ মাসের সাজা দিয়েছে সজিবকে তবে এই সাজা ৬ বছর দিলে খুশি হতাম। এমন কুপুত্র যেন কোন মায়ের ঘরে জন্ম না নেয় এই কামনা করি।