# মিলাদ হোসেন অপু:-
ভৈরবে উপজেলা পরিষদ নির্বাচনে আবুল মনসুর বিপুল ভোটে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক। আজ বুধবার (৫ জুন) চতুর্থ দফায় ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে তিনি কাপ-পিরিচ মার্কা নিয়ে পেয়েছে ৪৮ হাজার ২০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু (ঘোড়া) প্রতীক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৪২৫ ভোট, আল মামুন পেয়েছেন (মোটর সাইকেল) ৭ হাজার ৯৭১ ভোট ও মোশতাক আহমেদ বুলবুল পেয়েছেন ৫ হাজার ৪৩৫ ভোট। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন। এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন ( মাইক) প্রতীক নিয়ে ৪১ হাজার ৮৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অরুণ আল আজাদ (উড়ো জাহাজ) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ৭০২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সানজিদা ইয়াছমিন ফুটবল) প্রতীক নিয়ে ৫৬ হাজার ৪১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবিহা মাহবুব প্রভা (কলস) প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ২৩৬ ভোট ও সাবেক ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম পেয়েছেন ২০ হাজার ৫৫৫ ভোট। ভৈরবে ৩৯.৮৬ শতাংশ ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। উল্লেখ্য, ভৈরব উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৩ হাজার ৬৪২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ২০২ জন, মহিলা ১ লক্ষ ১৬ হাজার ৪৩৯ জন ও হিজড়া ১ জন। এদের মধ্যে ০০ হাজার ০০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভৈরবের ৯২ টি কেন্দ্রের ৬শ ১টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট কেন্দ্রের পৌরসভায় রয়েছে ৩৪ টি কেন্দ্র ও ৭টি ইউনিয়নে ৫৮ টি কেন্দ্র। এতে ৩৯.৮৬ শতাংশ ভোটার অংশ গ্রহণ করেছেন।