# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ভারতীয় পণ্যসহ এক চোরাকারবারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। ২৭ মে সোমবার ভৈরব রেলওয়ে স্টেশন ১নং প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি শহরের পঞ্চবটি বৌ বাজার এলাকার শামসু মিয়ার ছেলে আনোয়ার (৩৫)। এতথ্য নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আলীম হোসেন সিকদার।
রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ মে বেলা ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভৈরবে স্টপিজ দিলে তিনটি প্লাস্টিকের বস্তাসহ মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়। এসআই নয়ন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করে। আটকের পর আনোয়ারের কাছে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাসী করে দুইটি সাদা প্লাস্টিকের বস্তায় ভর্তি ১০০ প্যাকেট ভারতীয় কিসমিস ও অপর একটি সাদা প্লাস্টিকের বস্তায় ভর্তি ১৬ বক্স ভারতীয় স্কিন শাইন ক্রিম পাওয়া যায়। পণ্যগুলোর আনুমানিক মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আলীম হোসেন সিকদার বলেন, আটককৃত ব্যক্তি আনোয়ার চোরাকারবারি বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সে ভারতীয় পণ্য বিভিন্ন সময় চোরাচালানের মাধ্যমে ক্রয় বিক্রয় করে। জব্দকৃত পণ্যগুলো কুমিল্লা জেলার ভারতীয় সীমান্ত থেকে চোরাচালানের মাধ্যমে ট্রেনে করে ভৈরব নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।