# নিজস্ব প্রতিবেদক :-
তাড়াইলে ৬টি চোরাই গরুসহ চার চোরকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। থানায় মামলা দিয়ে তারদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ২৬ মে রোববার ভোরে একটি পিকআপে করে গরুগুলো অন্যত্র নিয়ে যাওয়ার সময় জনতা পিকআপসহ তাদের আটক করে।
পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসআই জাহাঙ্গীর আলম জানিয়েছেন, তাড়াইলের হরিগাতি এলাকার কৃষক ওসমান গণির দুটি গরু শনিবার দুপুরের মধ্যে বাড়ির পাশের মাঠ থেকে নিখোঁজ হয়। এর জন্য তিনি এলাকায় মাইকিং করেছেন। রোববার ভোর ৫টার দিকে তাড়াইলের পুরুড়া বাজার চৌরাস্তা এলাকায় জনতা গরু বোঝাই একটি পিকআপ আটক করে। এসময় কয়েকজন পালিয়ে গেলেও হরিগাতি এলাকার আব্দুল আউয়াল (৪৩), জজ মিয়া (৪০) ও সবজু মিয়া (৫০) এবং পুরুড়া এলাকার আনোয়ার হোসেনকে (২৬) পিকআপ ও ৬টি গরুসহ আটক করেন। সেখানে ওসমান গণির দুটি গরুও ছিল। খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে মামলা রুজু করে। রোববার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য চোরদেরও ধরার চেষ্টা চলছে। আর আদালতের অনুমতি নিয়ে গরুগুলো মালিকদের ফেরত দেওয়া হবে।