# নিজস্ব প্রতিবেদক :-
আগামী ২৬ মে রোববার ভৈরবে আসছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। তিনি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্যও। এদিন মন্ত্রী নাজমুল হাসান পাপন ভৈরবে পৌরসভার ওয়ানস্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন করবেন। এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুইজারল্যাণ্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি। ওয়ানস্টপ সার্ভিসটি বাংলাদেশ সরকার ও সুইজারল্যাণ্ড সরকারের সহায়তায়পুষ্ঠ স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্ট্যাক্ট এর যৌথ উদ্যোগে প্রবৃদ্ধি প্রকল্পের বাস্তবায়নাধীন ভৈরব পৌরসভায় স্থাপিত।
ভৈরব পৌরসভার মেয়র মো. ইফতেখার হোসেন বেনু’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মো. কামাল হোসেন, সুইসকন্ট্যাক্ট এর কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান।
পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু বলেন, সুইজারল্যাণ্ড সরকারের সহায়তায়পুষ্ঠ স্থানীয় সরকার বিভাগ ও সুইসকন্ট্যাক্ট এর যৌথ উদ্যোগে প্রবৃদ্ধি প্রকল্পের বাস্তবায়নাধীন পৌরসভার ওয়ানস্টপ সার্ভিস সেন্টার। এই সেন্টার থেকে পৌরসভার নাগরিকগণ এক সাথে সকল সুবিধা গ্রহণ করতে পারবে। যার জন্য এই ওয়ানস্টপ সার্ভিসটি চালু করা হয়েছে। খুব শীঘ্রই এ সেবা পৌরসভার নাগরিকদের দৌর গোড়ায়ে পৌঁছবে।