# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০৫ পিস ইয়াবাসহ রতন মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ৪ মার্চ সোমবার দুপুরে উপজেলার চরপলাশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুল মান্নান উরফে কেনু খলিফার ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার চরপলাশ এলাকায় ইয়াবা বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই মো. জামিল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে রতন মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩১ হাজার ৫০০ টাকা।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত রতন মিয়াকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।