# মিলাদ হোসেন অপু :-
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে নির্বাচন প্রস্তুতি কমিটি শুরু হয়েছে। আজ ২ ডিসেম্বর শনিবার পৌর শহরের ২নং ওয়ার্ড মাতৃসদনে পৌর আওয়ামী লীগের আয়োজনে নির্বাচন কমিটি গঠন করতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি মজিবুর রহমান মজনু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু।
পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সহ-সভাপতি ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, যুগ্ম-সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম মঈন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান, অর্থ সম্পাদক হাবিবুর রহমান ইকবাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনির হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ সফল করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার মাধ্যমে নেতাকর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে ভোটাদের আহ্বান জানান। আলোচনা সভায় ২নং ওয়ার্ডের যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।