# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুরে তাসলিমা আক্তার (৩৫), তাঁর দুই মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭) নামে তিনজনের চাঞ্চল্যকর খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দিগ্ধ দুই ব্যক্তির দুই দিনের রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু। দুজনকে ২৮ নভেম্বর মঙ্গলবার ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়ে পাঠিয়ে ডিএনএ নমুনা দেয়া হয়েছে। এরপর রাত ২টায় তাদেরকে কিশোরগঞ্জ কারাগারে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি। এরা দুজন হলেন, হোসেনপুরের শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছোটন মিয়া (৩৫)।
গত ১৪ নভেম্বর সকালে বাসুরচর গ্রামের সৌদী আরব প্রবাসী মঞ্জিল মিয়ার টিনের ঘরে একটি খাটের ওপর তাঁর স্ত্রী ও অপর খাটের ওপর দুই মেয়ের লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত তাসলিমার বড়ভাই কবিরুল ইসলাম নয়ন বাদী হয়ে পরদিন হোসেনপুর থানায় তিনজনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলম ও ছোটনকে সন্দেহভাজন হিসেবে লাশ উদ্ধারের দিনই আটক করা হয়েছিল।
তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চাইলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। গত শনিবার তাদেরকে কারাগার থেকে নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে ওসি আসাদুজ্জামান টিটু জানিয়েছেন। রিমান্ড শেষে তাদেরকে মঙ্গলবার ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ঢাকার মালিবাগে সিআইডি কার্যালয়ে পাঠানো হয়েছিল। এরপর রাত ২টায় তাদেরকে কিশোরগঞ্জ কারাগারে সোপর্দ করা হয়। প্রাপ্ত বিভিন্ন তথ্যের ভিত্তিতে ঘটনার মূল রহস্য উদঘাটিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওসি আসাদুজ্জামান টিটু।