# মুহাম্মদ কাইসার হামিদ :–
“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয় কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তাহমিনা নাজনীন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম ও কিশোরগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক জেড এ শাহাদাত হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও উপজেলা প্রশাসন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মুছা, যুবক-যুবতী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।