# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে হৃদরোগে আক্রান্ত হয়ে এক হাজতির মৃত্যু হয়েছে। ট্রান্সফরমার চুরির মামলার হাজতি সদর উপজেলার চংশোলাকিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে সিদ্দিক মিয়া (৫০) আজ ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২টার দিকে তিনি মারা যান বলে জেল সুপার শামীম ইকবাল জানিয়েছেন। গত ১২ আগস্ট থেকে সিদ্দিক মিয়া কারাগারে ছিলেন। ময়না তদন্ত করিয়ে আগামীকাল বুধবার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।