# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬টি ডায়ালাইসিস মেশিনের সবগুলোই বিকল হয়ে পড়েছে। নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক মো. হেলাল উদ্দিন।
তিনি জানান, আগে ৫টি মেশিন নষ্ট হয়ে গিয়ে একটি সচল ছিল। সেটিও রোববার থেকে বন্ধ। তবে ঢাকা থেকে টেকনিশিয়ান আসছেন। সবগুলোই আবার সচল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। হেলাল উদ্দিন জানান, প্রতিটি মেশিনে প্রতিদিন সকাল-সন্ধ্যা দুই শিফটে দুজন করে মোট ১২ জনকে ডায়ালাইসিস করা যায়। এরা কেউ হাসপাতালে ভর্তি থাকেন না। ৬০ জনের সিরিয়াল দেয়া আছে। এরা বাসা থেকে এসে ডায়ালাইসিস করে চলে যান। সবাইকে প্রতিদিন ডায়ালাইসিস করতে হয় না। তবে হাসপাতালে ডায়ালাইসিসের রোগীরা মেশিন নষ্ট হয়ে যাওয়ার কষ্ট পাচ্ছেন বলে জানা গেছে। শহরতলির বয়লা এলাকার কাকন নামে একজন জানিয়েছেন, তাঁর এক আত্মীয়কে শনিবার সন্ধ্যায় ডায়ালাইসিস করার কথা ছিল। কিন্তু মেশিন নষ্ট থাকায় পারা যায়নি। তিনি এ নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন। তবে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল হাসপাতালের বাইরে কেবল প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস মেশিন আছে ৫টি। অনেকে সেখান থেকে ডায়ালাইসিস করাচ্ছেন বলে জানিয়েছেন ওই বিভাগের দায়িত্বে থাকা রাফায়েত খান বাপ্পী।