# নিজস্ব প্রতিবেদক :-
বাজিতপুরে ৯১ বোতল বিদেশি মদসহ চার মাদক ব্যবাসয়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলো বাজিতপুরের পাটুলি এলাকার মোছাদ্দেক হোসেন (৪৩), খোকন মিয়া (৪১), রানা মিয়া (২৮) ও বিপুল চন্দ্র দাস (২৬)।
পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে এসআই শামীমুল ইসলাম জানিয়েছেন, বাজিতপুর থানার এসআই সোহেল রানার নেতৃত্বে ৯ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় বাজিতপুরের কুন্নির হাওরের শ্মশান ঘাট এলাকা থেকে চার মাদক ব্যবসায়ীকে ৯১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।