• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ অপরাহ্ন |
  • English Version

কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন ৭ জন ও ১ শিক্ষা প্রতিষ্ঠান

# মুহাম্মদ কাইসার হামিদ :-
গত ৪ সেপ্টেম্বর সোমবার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির মাধ্যমে শ্রেষ্ঠ হয়েছে ৭ জন ও ১ শিক্ষা প্রতিষ্ঠান।
বাছাই কমিটির মাধ্যমে শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন সাকিল আহমেদ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বড়চারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন আলীরচর কাপাশাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাহিদা আক্তার রুনা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নয়ন চন্দ্র দাস, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুসরাত সুলতানা, শ্রেষ্ঠ কাবশিক্ষক নির্বাচিত হয়েছেন কুলিয়ারচর বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অঞ্জনা রানী সরকার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন ধূপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন লিটন, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত ৪ সেপ্টেম্বর শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা ও সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা’র যৌথ স্বাক্ষরিত এক পত্রমূলে এ তথ্য জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *