• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ অপরাহ্ন |
  • English Version

নজরুল হাসপাতাল সাইজ করবেন জে. সাফায়েত

নজরুল হাসপাতাল সাইজ
করবেন জে. সাফায়েত

# নিজস্ব প্রতিবেদক :-
শহীদ সৈয়দ নজরুল ইসলামের সন্তান প্রয়াত সৈয়দ আশরাফের ছোটভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে এবার মাঠে নেমেছেন। তিনি বাবার নামে প্রতিষ্ঠিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ‘সাইজ’ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়ন নিয়ে বিজয়ী হয়ে হাসপাতাল সাইজ করে সেবার মান উন্নত করতে না পারলে তিনি পদত্যাগ করবেন। শনিবার দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতনিবিময় সভায় বক্তৃতা করতে গিয়ে তিনি এসব কথা বলেছেন।
প্রধানমন্ত্রীর ঘোষিত ভিশন-২০৪১ ও আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ‘সৈয়দ সাফায়েত-সৈয়দা মাহবুবা ফাউন্ডেশন’ ব্যানারে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের কর্মসূচী ছিল। শেষ পর্যন্ত এটি কিশোরগঞ্জ-১ আসনে জেনারেল সাফায়েতের নির্বাচনী প্রার্থিতা ঘোষণার শোডাউনে পরিণত হয়। এই আসনে তাঁর ছোটবোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি বর্তমান এমপি। একদিকে লিপিও নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে আসন্ন নির্বাচনের প্রার্থী হিসেবে সমাবেশ করছেন। অন্যদিকে তাঁরই বড়ভাই সাফায়েতুল ইসলামও সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন। সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিফাত উদ্দিন আহমেদ বচনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাফায়েতুল ইসলামের সহধর্মিনী সৈয়দা মাহবুবা নাজমা ইসলাম, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন ও সৈয়দ কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা।
সৈয়দ সাফায়েত তাঁর বক্তৃতায় আরও বলেন, তাঁর বাবার নামে যে হাসপাতালটি হয়েছে, সেখানে রোগিরা সেবা পান না। হাসপাতাল নিয়ে ব্যবসা হয়। বিভিন্ন মেশিন নষ্ট। ওষুধ নাই। রোগিদের চিকিৎসার জন্য ঢাকা আর ময়মনসিংহে যেতে হয়। তিনি নির্বাচিত হলে সব মানুষের এখানেই চিৎিসা হবে। তিনি নিজেও এখানেই চিকিৎসা নেবেন। অথচ সৈয়দ আশরাফ যখন ২০০৮ সালে বাবার নামে কিশোরগঞ্জে এই হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন, তখন সাফায়েত তার ৬ কোটি এক লাখ টাকা দামের জায়গাটি দিয়েছিলেন বলে সভায় জানিয়েছেন। তিনি নির্বাচিত হলে হাসপাতালটিকে সাইজ করবেন। না পারলে তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। উল্লেখ্য, এই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।
সাফায়েত বলেন, সৈয়দ আশরাফ মারা গেছেন ৫ বছর হলো। তাঁর মৃত্যুর পর এলাকার সকল উন্নয়নের বরাদ্দ বন্ধ হয়ে গেছে। সব টাকা চলে যাচ্ছে পানির দেশে। অর্থাৎ, তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের মাধ্যমে হাওরাঞ্চলের উন্নয়নের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেন, সৈয়দ আশরাফ নরসুন্দা উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছিলেন। তাঁর মৃত্যুর পর এই প্রকল্পের বরাদ্দও বন্ধ হয়ে গেছে। কেউ প্রতিবাদ করে না।
তিনি বলেন, হারামির দল গরিবের কাখিার গম-চাল বিক্রি করে দেয়। একটা কাগজ বিক্রি করে ৫৫ হাজার টাকায়। আমার কাবিখার টাকা খাওয়ার দরকার নাই। আমি মাসে ব্যবসা করে ৩৫ লাখ টাকা আয় করি। তিনি বিদেশে পালিয়ে থাকা পঁচাত্তরের খুনিদের এনে রায় কার্যকর করার জন্যও সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
এই আসনে বর্তমান এমপি সৈয়দ সাফায়েতের ছোটবোন জাকিয়া নূর লিপি। এর পরও ভাই এসে বোনকে হটিয়ে জায়গা করে নিতে চাইছেন। তবে সৈয়দ আশরাফ থাকতে কেউ তাঁর আসনে ভাগ বসাতে আসতে সাহস করেননি। এর ফলে দলের নেতাকর্মীরা এক ধরনের বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন বলে অনেকেই জানিয়েছেন। এই আসনে সৈয়দ সাফায়েতের চাচাত ভাই জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুও সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ ১৯৯৬ সালে যখন ক্ষমতায় যায়, তখন শাফায়েতুল ইসলাম প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব পালন করেছেন।
এদিকে হাসপাতাল নিয়ে সৈয়দ সাফায়েতুল ইসলামের বক্তব্য এবং সম্ভাব্য প্রর্থী হিসেবে তাঁর মাঠে নামার বিষয়ে কথা বলার জন্য এমপি জাকিয়া নূর লিপিকে তাঁর মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *