# মোস্তফা কামাল:-
কিশোরগঞ্জে প্রজন্ম’৭১ সংগঠনের অনুষ্ঠানে একাত্তরের শহীদদের সন্তানরা স্মৃতিচারণ করতে গিয়ে অঝোরে কেঁদেছেন। কাঁদিয়েছেন অন্যদেরও। ৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে শহরের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজন করা হয়েছিল সংগঠনের জেলা কমিটির পরিচিতি সভার। স্থানীয় শহীদের সন্তান পেট্রোবাংলার অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক সঞ্জিত কুমার নাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শহীদ মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর, শহীদ মুক্তিযোদ্ধা ইলিয়াস খানের সন্তান দুদকের উপপরিচালক সেলিনা আক্তার খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজালসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন মিঠামইনের ধুবাজোড়া গ্রামের শহীদ জহির উদ্দিন ভূঁইয়ার সন্তান অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলশান আরা বেগম, একই পরিবারের শহীদ আব্দুল গণি ভূঁইয়ার সন্তান মুর্শেদা জাহান লিপি, শহীদের সন্তান দেবপদ দাস দেবু ও শহীদের সন্তান সুরাইয়া আক্তারসহ বেশ কয়েকজন শহীদের সন্তান। এসময় তাঁরা পরিবারের দুঃসহ কষ্ট আর জীবন সংগ্রামের স্মৃতিচারণ করতে গিয়ে অঝোরে কেঁদেছেন আর বলেছেন, তাঁরা কেউ কেউ বাবার লাশটিও পাননি। কেউ কেউ তখন মায়ের গর্ভে ছিলেন। বাবাকে দেখার সুযোগ পাননি, ‘বাবা’ ডাকার সুযোগও পাননি। তাঁরা সরকারের কাছে দাবি জানিয়েছেন যেন শহীদদের তালিকা করে তাঁদেরকে সঠিক মর্যাদা ও স্বীকৃতি দেয়া হয়।
জবাবে আসিফ মুনীর বলেছেন, প্রজন্ম’৭১ অনেক দিন ধরেই এ দাবিটি করে আসছে। কিন্তু বর্তমান সরকারও সেটি করছে না। এখন রাজাকাররা আওয়ামী লীগে ঢুকে পড়েছে। তালিকা কাদের হাতে তুলে দেবেন, আক্ষেপের সাথে সেই প্রশ্নও তিনি রেখেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজল বলেছেন, যারা শহীদের সন্তান, তাদের হতাশ হবার কারণ নেই। মনে রাখতে হবে, তাদের স্বজনদের রক্তের সৃষ্টি এই দেশ। তাদেরকে চিরকাল ‘শহীদ’ বলে মর্যাদা দেয়া হবে। আমিও মুক্তিযুদ্ধে গিয়েছি। আমি আজ জীবিত থাকলেও শহীদদের মত মর্যাদাবান নই। শহীদদের এবং তাদের স্বজনদের মর্যাদা এদেশে প্রতিষ্ঠিত হবে। এটা আরও আগেই হতো। ১৫ আগস্টের পর দেশকে সম্পূর্ণ উল্টো পথে পরিচালিত করা হয়েছে। তারা কেবল দেশটার নাম পাকিস্তান রাখতে পারেনি। আর সবই উল্টা পথে করেছে। জেলা প্রজন্ম’৭১ এর সভাপতি হারুন-আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলী মর্তুজা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ নজরুল ইসলাম, জেলা সিপিবির সভাপতি আব্দুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য ফাউজিয়া জলিল নেন্সি, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে কিশোরগঞ্জের শহীদ জমশেদ আলীর সন্তান হারুন-আল রশিদকে সভাপতি ও শহীদ নবী হোসেনের সন্তান আক্তারুজ্জামান রিপনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের জেলা কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।