# নিজস্ব প্রতিবেদক :-
গলায় পেয়ারা আটকে ১৬ মাসের একটি শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ শহরতলির বয়লা এলাকায়। শিশুটির নানা মাসুদুর রহমান সুমন জানিয়েছেন, মুরাদ ভূঁইয়ার শিশুকন্যা জায়রা ৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় পেয়ারা খাবার সময় গলায় আটকে যায়। তাকে শহরের ক্লিনিক ও হাসপাতালে নেয়ার পর সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাপসাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মারা যায়। জায়রা মা-বাবার প্রথম সন্তান। পরিবারের চলছে শোকের মাতম।