• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:২৩ অপরাহ্ন |
  • English Version

ইউএনও’র বদলির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ইউএনও’র বদলির প্রতিবাদে
এলাকাবাসীর মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর রশিদের সম্প্রতি বদলির আদেশ হয়েছে। তাঁর বদলি বাতিল করে অষ্টগ্রামে রাখার দাবিতে ‘অষ্টগ্রাম উপজেলাবাসী’ ব্যানারে এলাকাবাসী মানববন্ধন করেছেন। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে অষ্টগ্রাম জিরো পয়েন্টের এ মানববন্ধনে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক ও রাজনীতিকসহ নানা পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
হারুন-অর রশিদ অষ্টগ্রামে গতবছর ২ মার্চ যোগদান করেছিলেন। সম্প্রতি তাঁকে ঝিনাইদহে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে বলে ইউএনও অফিস সূত্রে জানা গেছে। মানববন্ধনে অংশ নেওয়া অষ্টগ্রামের সরকারি পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক সাইফ উদ্দিন ও দেওঘর এলাকার কৃষক খোকন ভূঁইয়া জানান, ইউএনও হারুন-অর রশিদ একজন সৎ এবং কর্মঠ কর্মকর্তা। তিনি অষ্টগ্রামে যোগদানের পর কৃষি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নিজের উদ্ভাবনী দক্ষতা দিয়ে উন্নয়নের ছাপ রেখেছেন। সরকারি নানা অনুদান সুষ্ঠুভাবে বন্টনসহ পেশাগত ক্ষেত্রে তাঁর সর্বোচ্চ আন্তরিকতা দেখা গেছে। সেই কারণেই সবাই তাঁর বদলির বিরোধিতা করছেন বলে এরা মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *