# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ইট প্রস্তুতকারী মালিক সমিতির ২৮তম বার্ষিক সাধারণ সভা হয়েছে। সমিতির জেলা কমিরি সভাপতি আলহাজ্ব হাফেজ মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার শহরের অতিথি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার)-কে সমিতির কর্মকর্তাগণ পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান।সাধারণ সভার মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ -পূর্বকণ্ঠ
এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিশেষ অতিথি জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি মুজিবুর রহমান বেলাল এবং সমিতির প্রধান উপদেষ্টা ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক ছাড়াও বক্তব্য রাখেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম শামীম ও পাকুন্দিয়ার ইটভাটা মালিক মিজানুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমিতির আইন বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, সভ্যতার গোড়াপত্তন হয়েছে ইট দিয়ে। ইট সভ্যতা আর অবকাঠামোগত উন্নয়নের অপরিহার্য উপকরণ। এক সময় প্রচুর ছনের আর টিনের ঘর দেখা যেত। এখন কিছু টিনের ঘর দেখা গেলেও প্রচুর ইটের বাড়িঘর দেখা যায়। তার মানে এখন ইটভাটা বেড়েছে, ইট উৎপাদন বেড়েছে। তবে ইটভাটা করতে গিয়ে যেন পরিবেশের ভারসাম্য নষ্ট না হয়, অনুসরণীয় আইনকানুন যেন প্রতিপালিত হয়, এ ব্যাপারে ইটভাটা মালিকদের আন্তরিকতা কামনা করেছেন। তারা ইটভাটা শ্রমিকদের প্রতি সন্তোষজনক মজুরিসহ মানবিক আচরণ করার জন্যও ভাটা মালিকদের প্রতি আহবান জানিয়েছেন। ইটের যেসব বিকল্প এসেছে, সেগুলির দিকেও গুরুত্ব দেয়ার জন্য তারা ইটভাটা মালিকদের প্রতি আহবান জানিয়েছেন। তারা বলেন, আইন অমান্য করলে জরিমানা করা হয়। কিন্তু জরিমানা কাম্য নয়। কাম্য হচ্ছে আইন মান্য করা। তাহলে সকল পক্ষের মধ্যেই সুসম্পর্ক বজায় থাকবে, সামগ্রিক পরিবেশও রক্ষা পাবে।