# জোবায়ের হোসেন খান :-
কিশোরগঞ্জের তাড়াইলে আল-মামুন নতুন উপজেলা নির্বাহী অফিসার পদে দায়িত্বভার গ্রহন করেছেন। তিনি বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মিজ লুবনা শারমিন এর স্থলাভিষিক্ত হবেন। মিজ লুবনা শারমিন এর পরবর্তী কর্মস্থল প্রতিরক্ষা মন্ত্রণালয়।
৪ সেপ্টেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে আল-মামুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। উপজেলা নির্বাহী অফিসার আল-মামুন সর্বশেষ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (উন্নয়ন) হিসেবে কর্মরত ছিলেন। বিগত ১২ জুলাই ২০২৩ খ্রি. তারিখে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফাহরিয়া ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন এর মাধ্যমে আল-মামুন কে তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়। তার পূর্বে তিনি নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন পদে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেন।