• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন |
  • English Version

অতিরঞ্জন-এ হালাল উপার্জন কিভাবে হারাম হয় ; সংকলনে- ডা. এ.বি সিদ্দিক

আল্লাহ তায়ালা এই পৃথিবীতে মানুষ প্রেরণ করে তাদের বেঁচে থাকার জন্য খাদ্য ও আহারের সু-ব্যবস্থা করে দিয়েছেন। তবে তিনি হালাল ও পবিত্র বস্তু আহার করতে নির্দেশ দিয়েছেন এবং যাবতীয় হারাম ও অপবিত্র বস্তু ভক্ষণ করতে নিষেধ করেছেন। আর এই জন্য তিনি হালাল ও হারামের কিছু নীতিমালাও দিয়েছেন, যা মেনে উপার্জন করতে মানুষ বাধ্য। কিন্তু অধিকাংশ মানুষ সেই নীতিমালাকে তোয়াক্কা না করে উপার্জন করতেছে যার যার মত। কোনটি হালাল আর কোনটি হারাম এই বিষয়ে অধিকাংশ মানুষেরতো জ্ঞান-ই নেই। আবার অনেকেরই উপার্জন মাধ্যম হালাল কিন্তু এই হালাল মাধ্যমকে হারামে রূপান্তরিক করতেছে বিভিন্ন উপায়ে। তন্মধ্যে অন্যতম একটি উপায় হল অতিরঞ্জন।
অতিরঞ্জন বলতে কোন জিনিসের প্রকৃত অবস্থা থেকে এর গুণাগুণকে বাড়িয়ে বর্ণনা করা বুঝায়। এটি মারাত্মক ধরনের পাপ। এর কারণে একদিকে উপার্জন হারাম হয়ে যায়, আবার অন্যদিকে অতিরঞ্জনকারী দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। কেননা আল্লাহ রব্বুল আলামীন এই ধরনের কাজ থেকে নিষেধ করেছেন। তিনি বলেন, আমি তোমাদেরকে যে রিযিক দান করেছি তা থেকে ভালগুলো খাও এবং এতে সীমালংঘন বা বাড়াবাড়ি করো না। করলে তোমাদের উপর আমার গযব পতিত হবে। আর যার উপর আমার গযব পতিত হয় সে অবশ্যই ধ্বংস হয়। (সূরা ত্বহা:৮১)
অন্যত্র বলেন, হে মুমিনগণ! আল্লাহ যেসব পবিত্র বস্তু তোমাদের জন্য হালাল করেছেন তোমরা তা হারাম করো না এবং তোমরা বাড়াবাড়ি বা সীমালংঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমালংঘনকারীদের পছন্দ করেন না। (সূরা মায়িদা: ৮৭)
রাসূল (সা.) অতিরঞ্জনের ব্যাপারে সতর্ক করে বলেন, আমার উম্মতের দুই শ্রেণির লোক আমার সুপারিশ লাভ করতে পারবে না। অত্যাচারী শাসক এবং প্রত্যেক সত্যত্যাগী অতিরঞ্জনকারী। (সহীহ জামে: ৩৭৯৮)
অন্যত্র এসেছে, অতিরঞ্জনকারীরা ধ্বংস হয়েছে। (মুসলিম: ২৬৭০)
তিনি আরো বলেন, তোমরা পার্থিব জীবন উপকরণ লাভে উত্তম পন্থা অবলম্বন কর। (ইবনে মাজাহ:২১৪২)
উল্লেখিত আয়াত এবং হাদীসগুলো থেকে স্পষ্টভাবেই বুঝা যায় যে, কোন কিছুতে অতিরঞ্জন করার ব্যাপারে ইসলামী শরীয়ত কঠোরভাবে নিষেধাজ্ঞা প্রদান করেছে। কেননা অতিরঞ্জনে একদিনে থাকে মিথ্যা আর অন্যদিকে থাকে প্রতারণা। আর এ উভয়টাই বড় ধরনের গুনাহ বা কবীরা গুনাহ। যা কোন ঈমানদারের আদর্শের ভেতরে পড়ে না, বরং এটা মুনাফিকদের আদর্শ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বর্তমান সময়ে অনেকেই উপার্জন করতে গিয়ে অতিরঞ্জনের মত অন্যায়ের সাথে জড়িত আছেন। এমনকি কিছু নামধারী আলেম-উলামাও তাদের লেখনীতে, বক্তব্যে কুরআন-সুন্নাহ বহির্ভূত বিভিন্ন বিষয় অতিরঞ্জন করে লাগিয়ে থাকেন। এমন অনেক চিকিৎসক আছেন যারা যোগ্যতা সম্পন্ন না হয়েও অবৈধভাবে নিজেদের নামের আগে এবং পরে বিশেষজ্ঞ বা বিভিন্ন সার্টিফিকেটের কথা উল্লেখ করে রোগীদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে থাকেন।
আবার এমন কিছু হসপিটালও আছে যার কর্তৃপক্ষ নরমাল হসপিটালকে স্পেশালাইজড হসপিটাল বলে মিথ্যা প্রচারনা করে অসুস্থ মানুষদের সাথে প্রতারণা করে থাকে। এরকমভাবে কিছু ব্যবসায়ীরা সাধারণ পণ্যকে বিদেশ থেকে আমদানী করা পণ্য বলে নিজেদের মালের ব্যপারে অতিরঞ্জন করে থাকে। একজন কৃষক উৎপন্ন ফসলে বিভিন্ন ভেজাল মিশ্রণ করে নির্ভেজাল পণ্য বলে চালিয়ে থাকে। একজন কর্মকার নিজে কোন জিনিস তৈরী করে বিভিন্ন দেশের লেভেল লাগিয়ে অত্যাধুনিক হিসাবে পরিচয় দিয়ে থাকে। এছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে মানুষ অতিরঞ্জন করে উপার্জন করে থাকে। অথচ এই ধরনের অন্যায়ের কারণে উপার্জন শুধু হারামই হয়না, বরং অন্যায়কারী মহান আল্লাহ রব্বুল আলামীনের গযবে পতিত হয়ে পড়ে। তাই আমাদের সকলেরই উচিত সকল ক্ষেত্রে অতিরঞ্জনের মত অন্যায় থেকে বিরত থাকা। আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দিন। আমীন।
প্রচারে : আসুন কুরআন পড়ি, সফল জীবন গড়ি।
আল-শেফা জেনারেল হাসপাতাল (প্রা.), ভৈরব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *