• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১আগস্ট) বিকালে পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। দুই নম্বর বিট (৪, ৫, ৬ নং ওয়ার্ড) পুলিশের দায়িত্বপ্রাপ্ত পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন।
দুই ও তিন নম্বর বিট পুলিশের আয়োজনে এবং উপ-পরিদর্শক(এসআই) মহসিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হাজী জাফর আলী ডিগ্রি কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাহিদুল ইসলাম সেলিম, কবি আসিফুজ্জামান খন্দকার, পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন, তিন নম্বর বিটের সহকারী বিট অফিসারের দায়িত্বপ্রাপ্ত পাকুন্দিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম, সাবেক শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার প্রমুখ।
এছাড়াও সভায় স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, কৃষক- শ্রমিক, তরুণ প্রজন্ম, স্থানীয় জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, আত্মহত্যার প্রবণতা, সাইবার ক্রাইম/অনলাইন জুয়া, জালনোটের বিস্তার, গবাদি পশু চুরি, মারামারি, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন বিষয়ের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন বক্তাগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *